ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শনিবারও ২০ কিলোমিটার এলাকায় যানজট দেখা গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। মির্জাপুর উপজেলার কদিম ধল্যা থেকে কালিয়াকৈর পর্যন্ত এ যানজট দেখা যায়। পুলিশ বলছে, সড়কে খানাখন্দ ও চার লেনের কাজের কারণে যানবাহন ঠিকমতো চলতে পারছে না। চার লেনে কাজ শুরু হওয়ার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায়ই যানজট লাগে।
এর আগে শুক্রবার মধ্যরাতের দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আজমত আলী ফিলিং স্টেশনের কাছে রাস্তায় একটি ট্রাক বিকল হয়ে গেলে এই যানজট শুরু হয়। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই গোলাম কিবরিয়া জানান, ট্রাকটি আজ সকালে রেকার দিয়ে সরিয়ে নেয়া হলে ধীরগতিতে গাড়ি চলাচল শুরু হয়। পুলিশ যানবাহনের গতি স্বাভাবিক রাখতে কাজ করছে।