খুলনায় আত্মহত্যা প্ররোচনা মামলায় আসামি ৩ দিনের রিমান্ডে
17, October, 2017, 5:37:49:PM
খুলনায় বখাটেদের উৎপাতে আত্মহননকারী স্কুল ছাত্রী শামসুন নাহার চাঁদনীকে (১২) আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেফতার মাফিয়া কবিরকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর হাকিম সুমি আহমেদের আদালতে এ রিমান্ড মঞ্জুর হয়। এর আগে গত রবিবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা নগরীর লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী তাকে জিজ্ঞাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে বাদীপক্ষে শুনানিতে অংশ নেন সিএসআই জোসনা বেগম। আসামিপক্ষে ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আনিছুর রহমান পপলুসহ আইনজীবীরা।
আসামি মাফিয়া কবির বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি দু’বার ওই ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন। নগরীর লবণচরা থানার হরিণটানা রোডের বাসিন্দা মাফিয়া কবিরের স্বামী কবির হোসেন বিদেশে থাকেন। মাফিয়া কবিরের বিরুদ্ধে এলাকার বখাটেদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইউসুফ আলী বলেন, মাফিয়া কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে বখাটে শুভসহ পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বখাটে শামীম হাওলাদার শুভ ও তার সহযোগীদের ইভটিজিংয়ের শিকার হয়ে মেধাবী ছাত্রী শামসুন নাহার চাঁদনী গত ১৩ অক্টোবর রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। চাঁদনী নগরীর লবণচরা থানার হরিণটানা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রবিউল ইসলামের মেয়ে।
স্কুল ছাত্রী চাঁদনীর আত্মহননের প্ররোচনার অভিযোগে গত ১৪ অক্টোবর তার পিতা রবিউল ইসলাম লবণচরা থানায় মামলা দায়ের করেন। মামলায় বখাটে শামীম হাওলাদার শুভ, তার পিতা শাহ আলম হাওলাদার, মা জাকিয়া বেগম, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী মাফিয়া কবির ও বন্ধু হাসিবসহ অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়। ওই দিনই পুলিশ শুভর সহযোগী মাফিয়া কবিরকে গ্রেফতার করে। বাকি আসামিরা পলাতক রয়েছেন।