রাজশাহীর গোদাগাড়ীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাটিকাটা ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার টিলা দিঘী গ্রামের আলিমুদ্দীনের ছেলে। অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ও রাজশাহী মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি জানান, ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁ সাপাহারগামী রিদয় ট্রাভেলসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যাত্রী ঘটনাস্থলে অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।