সিলেটের দক্ষিণ সুরমায় বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রশিদপুর সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল এ খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— সুনামগঞ্জের আবু বক্কর (৫০), আকবর আলী (৫০) ও আব্দুল জফুর (৪৫)।
জানা গেছে, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফেরত যাচ্ছিলেন ৩০ মুসল্লি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই চারজনের মৃত্যু হয়।
পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের ওসমানী মেডিকেলে নিয়ে যায় বলে জানান তিনি।