গাজীপুরে কোনাবাড়ি এলাকায় একটি সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানার টিনশেড ভবনটি ধসে পড়েছে। আগুনে বিপুল সুতা, তুলা ও মেশিনারিজ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, রাত দুইটার দিকে কাদের সিনথেটিক ফাইবার্স কারখানার কমপ্যাক্ট স্পিনিং সেকশনের দ্বিতীয় তলা ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, কালিয়াকৈর, উত্তরা ও বিসিক শিল্প এলাকার ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যায়। প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালানোর পর সোমবার সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই কারখানর টিনশেড ভবনটি ধসে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।