হাতিরঝিলে গুলশানগামী সড়ক বন্ধ থাকায় ভোগান্তি তেজগাঁও লিংক সড়ক খানাখন্দে ভরা ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকে যানজট
9, January, 2018, 1:55:37:PM
রাজধানীর হাতিরঝিলে গুলশানে প্রবেশের সড়কটি বন্ধ করে দেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। সড়কটির প্রবেশ মুখ বন্ধ করে দেওয়ায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা ঘুরে গুলশানে প্রবেশ করতে হচ্ছে। ফলে হাতিরঝিল থেকে তেজগাঁও শিল্পাঞ্চল লিংক সড়কে যানজট ঘণ্টার পর ঘণ্টা লেগেই থাকে।
হাতিরঝিলের প্রবেশ পথে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা জানান, যানজট নিরসনের লক্ষ্যে প্রায় মাস খানেক আগে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। আগে হাতিরঝিল হয়ে সহজেই গুলশানে প্রবেশ করত যানবাহন। এই সড়কটি বন্ধ করে দেওয়ার ফলে হাতিরঝিল থেকে তেজগাঁও শিল্পাঞ্চল লিংক রোড হয়ে গুলশানে প্রবেশ করতে হচ্ছে যানবাহনগুলোকে। ফলে জিএম মোড় পর্যন্ত যানজট ভয়াবহ আকার ধারণ করেছে।
গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে সরেজমিন দেখা যায়, হাতিরঝিলে গুলশান প্রবেশমুখী সড়ক থেকে তেজগাঁও শিল্পাঞ্চল লিংক রোডের জিএম মোড় পর্যন্ত দীর্ঘ যানজট। সড়ক খানাখান্দে ভরা। জিএম মোড় পর্যন্ত পুরো সড়কে বড় বড় গর্ত। ফলে গাড়িগুলো ধীর গতিতে চলছে। দীর্ঘ দিন ধরে সড়কটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
প্রাইভেটকার চালক এম এ হাসেম ইত্তেফাক’কে বলেন, সড়কটি বন্ধ করে দেওয়ায় অনেক জায়গা ঘুরে গুলশানে প্রবেশ করতে হয়। এতে করে ভোগান্তি বেড়েছে। যানজট আগের চেয়েও বেড়েছে। সময়ও বেশি লাগছে। তিনি বন্ধ সড়কটি খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। একই ভাবে ভোগান্তির কথা জানান এই সড়কে চলাচলকারী যাত্রীরাও। তারা সড়কটি খুলে দেওয়ার দাবি জানান। ডিএমপির ট্রাফিক বিভাগে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা জানান, পুলিশের পক্ষ থেকে সড়কটি বন্ধ করা হয়নি। দুর্ভোগের বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।