পাকিস্তানের লাহোর সেশন কোর্টে আইনজীবীর গুলিতে দুই আইনজীবী নিহত হয়েছে। মঙ্গলবার আদালত প্রাঙ্গনে আইনজীবীদের মাঝে পারস্পরিক ঝগড়া চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে পাকিস্তানের জিও টিভি উর্দু।
দেশটির পুলিশ সূত্র জানায়, এডিশনাল সেশন জাজ আব্দুর রহমান তাওকীরের আদালতের বাইরে কাশেফ রাজপুত নামের একজন আইনজীবী ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষকে লক্ষ করে গুলি ছোঁড়ে। এতে আইনজীবি রানা ইশতিয়াক ঘটনাস্থলেই প্রাণ হারায়। অপর একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত ঘোষণা করা হয়। হত্যাকারী আইনজীবি নিহত রানা ইশতিয়াকের চাচাতো ভাই। তাদের মাঝে পূর্ব থেকেই সম্পত্তি নিয়ে ঝগড়া চলে আসছিল। হত্যাকারী আইনজীবিকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনার নোটিশ নিয়েছেন লাহোরের মুখ্যমন্ত্র শেহবাজ শরীফ। তিনি সিসিপিও কে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে বলেছেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছর ৩১ জানুয়ারিতেও লাহোরের সেশন আদালতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও অপরাধী নিহত হয়েছে। একই আদালতে গত বছর ফেব্রুয়ারিতেও এক যুবককে গুলি করে হত্যা করা হয়।