চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার দুপুর ২টার দিকে সার্কিট হাউজ থেকে সড়কপথে রওনা দেন।
বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে কক্সবাজার সফরে যাওয়া দলীয় নেতাকর্মীরাও রয়েছেন।
এর আগে, রবিবার রাতে কক্সবাজারে পৌঁছনোর পর সোমবার কক্সবাজারের উখিয়াতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন খালেদা জিয়া। এছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর একটি মেডিকেল ক্যাম্পেরও উদ্বোধন করেন তিনি।