জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশের মানুষের মধ্যে বিরাজ করছে নানা উদ্বেগ-উৎকণ্ঠা। একই সঙ্গে রাজধানীতে দেখা দিয়েছে গণপরিবহন সংকট। এর ফলে ভোগান্তির সম্মুখীন হচ্ছে নগরবাসী।
ঢাকার বাইরের জেলাগুলো থেকে রাজধানীতে আসা পরিবহন ও যাত্রীর সংখ্যাও কম। সড়কে যানবাহন কম থাকায় ঢাকায় পৌঁছানোর পর গন্তব্যে যেতে বিভিন্ন ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের।
গণপরিবহন সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসগামী যাত্রীদের।
তবে সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আব্দুল্লাহপুর-টঙ্গি রুটে যানবাহন চলাচল বেড়েছে।
এদিকে রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা রক্ষায় দেশের বিভিন্ন স্থানে পুলিশ, র্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকছে বিজিবি।