২০ নভেম্বর ৭০তম বিবাহ বার্ষিকী উদযাপন করবেন রানী এলিজাবেথ
15, November, 2017, 5:11:25:PM
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার দুই বছর পর, দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ রানী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহন করেন। চলতি বছর রেকর্ড ভাঙা রাজত্বে আরও একটি মাইলফলক পার করবেন তিনি। আগামী সোমবার রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ তাদের ৭০তম বিবাহ বার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন।
১৯৪৭ সালের ২০ নভেম্বর, নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফিলিপ মাউন্টব্যাটেনকে বিয়ে করেন তৎকালীন রাজকুমারী এলিজাবেথ। এই দম্পতির প্রথম সাক্ষাৎ হয় ১৯৩৪ সালে, যখন উভয়ই এক আত্মীয়ের বিয়েতে বিয়েতে যোগ দিয়েছিলেন। বিয়েটি হয় প্রিন্স ফিলিপের চাচাতো বোন প্রিন্সেস মারিনা অব গ্রিস’ এবং এলিজাবেথ এর চাচা ‘ডিউক অব কেন্ট’ এর মধ্যে।
রাণীর চাচাতো বোন ও দীর্ঘ জীবনের বন্ধু মার্গারেট রোডস গত বছর মারা যান। স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি রানীর সম্পর্কে বলেন, ‘এলিজাবেথ শুরু থেকেই ফিলিপকে সত্যিকার ভালোবেসে ফেলেছিলেন।’
জন্মসূত্রে গ্রীক প্রিন্স ফিলিপ, এলিজাবেথের প্রমাতামহ রানী ভিক্টোরিয়ার বংশধর। তিনি তার স্ত্রী’র ৬৫ বছর রাজত্বকালের সম্পুর্ন সময় পাশে ছিলেন। ১৯৫২ সালে এলিজাবেথ এর পিতা ষষ্ঠ জর্জ এর মৃত্যু এবং ঘটনাক্রমে এলিজাবেথ এর রাণী হওয়ার সংবাদটিও এলিজাবেথকে তিনিই প্রথম দিয়েছিলেন।
বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র জানিয়েছেন, ঐতিহাসিক উপলক্ষ্যকে কেন্দ্র করে কোন পাবলিক ইভেন্ট অনুষ্ঠিত হবে না। তবে ৯১ বছর বয়সী রাণী এলিজাবেথ এবং ৯৬ বছর বয়সী প্রিন্স ফিলিপ একটি পারিবারিক পার্টি করে প্ল্যাটিনাম বার্ষিকী উদযাপন করবেন।