বিয়ে শাদিতে নাচ গান তো স্বাভাবিক বিষয়। তবে অনেক ব্যতিক্রমী ঘটনারও শেষ নেই। বিয়েকে স্মরণীয় করতে কে না চায়! বিয়েতে কনে বরের পোশাক বর কনের পোশাক, সমুদ্রের তলদেশে বিয়ে করে বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয়েছেন অনেকে। এবার নিজের বিয়েতে নিজেই উপস্থাপনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ ফেলে দিলেন এক পাকিস্তানি টিভি সাংবাদিক।
পাকিস্তানের বেসরকারি টিভি চ্যালেন সিটি-৪১ এর সাংবাদিক হান্নান বুখারি। বর সেজে আসেন কনের বাড়িতে। সঙ্গে স্পোর্টস বাইকে চড়ে আসনে বরযাত্রীরা। সাংবাদিকদের এ বিয়ের খবর পরিবেশন করছিলেন চ্যানেলটির আরেক সাংবাদিক। এ সময় ‘বোম’ মাইক হাতে নিয়ে নিজেই শুরু করে দিলেন উপস্থাপনা। শুনালেন নিজের প্রেম কাহিনী। সাক্ষাৎকার নিলেন বর কনের বাবা মারও।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে লাইক শেয়ারের বন্যা বয়ে যায়। বর কনের দাম্পত্য জীবনের সুখ কামনা করেন তারা। সূত্র: ডেইলি পাকিস্তান