সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে গেছে।তাই সনাতন ধর্মাবলম্বী বাঙালিরা মেতে উঠেছেন উৎসবের আনন্দে। এই আনন্দকে আরো বাড়িয়ে দিতে ফ্যাশন হাউস রঙ (বিশ্বরঙ) পরিবার বিগত বছরগুলোতে সফলতার সঙ্গে শারদ সাজে রঙের দিদি অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও ২০১৭ সালের শারদীয় দুর্গ্যােৎসব উপলক্ষে বিশ্বরঙ আয়োজন করেছে, ‘শারদ সাজে বিশ্ব রঙের দিদি-২০১৭’।
২০১০ সাল প্রথমবারের মতো ফ্যাশন হাউজ বিশ্বরঙের উদ্যোগে শারদ সাজে রঙের দিদি অনুষ্ঠানের আয়োজন সফলতার সাথে অনুষ্ঠিত হয়। ২০১১ এবং ২০১৬ সালেও তারা এই অনুষ্ঠানে সফলতা দেখিয়েছে। বিগত বছরগুলোতে এই অনুষ্ঠানটি বেশ দর্শকপ্রিয়তা অর্জন করে।
প্রায় ২০০০ প্রতিযোগীর ছবির মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ের পর অডিশন রাউন্ড এর জন্য ৫০০ প্রতিযোগীর পর্যায়ক্রমে দুই দিন ডাকা হয়। ২১ থেকে ২৬ সেপ্টেম্বর সিলেকশন ও গ্রুমিং রাউন্ডের মাধ্যমে বাছাই করা হচ্ছে ‘শারদ সাজে বিশ্বরঙের দিদি-২০১৭’ সেরা ১৬ জনকে। আর এই ১৬ জনকে নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত পূজা মণ্ডপে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।
অডিশন রাউন্ডে বিচারকের ছিলেন বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান, স্বনামধন্য নৃত্য শিল্পী, মডেল ও অভিনয় শিল্পী সাদিয়া ইসলাম মৌ, স্বনামধন্য হেয়ার স্টাইলিস্ট কাজি কামরুল ইসলাম, স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা, চিত্রনায়ক শিপন মিত্র, অভিনেত্রী সারমিন জোহা শশী, মডেল ও অভিনেত্রী রোকসানা হিরা, নৃত্য শিল্পী, মডেল ও অভিনয় শিল্পী নাদিয়া আহম্মেদ, স্বনামধন্য ফটোগ্রাফার সাফওয়াত খান সাফু, ড্যান্সার ও ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ এবং সংগীত শিল্পী স্বপ্নীল সজিব।
মিডিয়া পার্টনার-বাংলা ট্রিবিউন, মাছরাঙা টিভি, ৮৯.২ এফএম এবিসি রেডিও, আনন্দ আলো। জুয়েলারী পার্টনার-এ্যারাবিয়ান ও দি নিউ হ্যাভেন জুয়েলার্স। গ্রুমিং পার্টনার কিউবিক। সিলেকশন ও গ্রুমিং রাউন্ড এর সার্বিক সহোযগিতায় যমুনা ফিউচার পার্ক।