পাকিস্তানের পাঞ্জাবে মুরগিকে যৌন নির্যাতন ও হত্যার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির স্থানীয় মিডিয়াসহ আন্তর্জাতিক গণমাধ্যম।
পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন তাদের খবরে বলছে, পাঞ্জাবের হাফিজাবাদের বাসিন্দা মানসাব আলি জালাপুর ভাটিয়ান পুলিশ স্টেশনে তার প্রতিবেশী ১৪ বছরের ওই কিশোরের বিরুদ্ধে গত ১১ নভেম্বর তার একটি মুরগি অপহরণ এবং যৌন নির্যাতনের অভিযোগ আনেন।
মানসাব আলি বলেন, কিশোরের যৌন নির্যাতনে শিকার মুরগিটি মারা গেছে। নাসরুল্লাহ এবং তুফায়েল নামে দুই ব্যক্তি এ ঘটনার প্রত্যক্ষদর্শী।
থানার হাউজ অফিসার সরফরাজ আঞ্জুম জানিয়েছেন, মুরগিটির ময়নাতদন্তে যৌন নির্যাতনের আলামত পাওয়ায় ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ওই কিশোরও নিজের অপরাধ স্বীকার করেছে। যৌন হতাশা থেকে সে এটা করেছে বলে আমাদের জানিয়েছে। মৃত মুরগির শরীর থেকে সংগ্রহ করা নমূনা পরীক্ষা চলছে।