ভারতের নয়াদিল্লিতে গরুর মাংস বহনের অভিযোগে ৫ জনকে পেটানো হয়েছে। কিন্তু ফরিদাবাদের পুলিশ পিটুনির শিকার ব্যক্তিদের বিরুদ্ধে ‘গরু পাচার’ আইনে মামলা করেছে।
ফরিদাবাদ পুলিশের প্রধান বলেন, আমরা মাংসটা পরীক্ষা করে দেখব। তবে হামলার শিকার ব্যক্তিদের পরিবার দাবি করেছে তারা গরুর মাংস বহন করছিল না। সুপ্রিম কোর্ট গো রক্ষকদের বিরুদ্ধে ভারতের প্রদেশগুলো কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত দেয়ার এক মাসের মধ্যে এই ঘটনা ঘটল।
মাত্র কয়েক দিন আগে রাষ্ট্রীয় শিব সেনার মোহন ভগওয়াত, ধর্মীয় গো রক্ষক ও অপরাধী গো রক্ষকের মধ্যে পার্থক্য রয়েছে। সংঘ ফাউন্ডেশন দিবসে তিনি বলেন, যেসব অপরাধী সহিংসতার সঙ্গে জড়িত তাদের সুপ্রিম কোর্টের নির্দেশটা মনে রাখা উচিত।