আমেরিকার অর্ধেক মানুষের চেয়েও সম্পদ বেশি তিন শীর্ষ ধনীর
16, November, 2017, 4:33:26:PM
বিল গেটস, ওয়ারেন বাফেট, জেফ বাজস মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন ধনী। তাদের হাতে কব্জাবদ্ধ আছে আমেরিকার অর্ধেক মানুষের চেয়েও বেশি সম্পদ। আমেরিকার ১৬০ মিলিয়ন মানুষের কাছে যে-পরিমাণ সম্পদ আছে তাদের তিনজনের হাতে জমাকৃত সম্পদের পরিমাণ তার চেয়ে অনেক বেশি। সম্প্রতি এ তথ্য জনিয়েছে প্যারাডাইস পেপার্স।
প্রতিবেদনটিতে বলা হয়, অর্ধেক আমেরিকাই আসলে নিয়ন্ত্রণ করে ২৫ জন বিলিয়নিয়ার। আর এই তিনজনের হাতেই আছে অর্ধেক আমেরিকানদের চেয়েও বেশি সম্পদ। হাতেগোনা কিছু লোকের হাতে অধিক সম্পদ জমাকৃত হয়ে যাওয়ায় ট্যাক্স ফাাঁকির পরিমাণ বেড়েছে। গণতন্ত্রের সঠিক বিকাশ বাঁধাগ্রস্থ হচ্ছে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কতিপয় লোকের হাতে চলে যাচ্ছে।
প্যারাডাইস পেপার্স কর্পোরেট দুর্নীতির দিকেও সবার নজর কেড়েছে। পদ্ধতিগতভাবেই এমন কিছু বিষয় চালু হয়ে গেছে যা নিয়ন্ত্রণ করাও খুব কঠিন হয়ে পড়ছে। সম্পদের এমন বিশাল বৈষম্য সামাজিক অবিচার বাড়াচ্ছে।
প্যারাডাইস পেপার্সের পরিচালক চাক কলিন্স বলেন, সম্পদের সমতা আনতে হলে অবশ্যই আমাদের অসাম্য নিয়ে কথা বলতে হবে এবং যতোক্ষণ সমাজে সম্পদের সমতা আসবে না ততোক্ষণ আসলে সমাজে সুবিচারও আসবে না। উদারনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা আমাদের এদিকে ঠেলে দিয়েছে। দ্য নেশন