সরাসরি সম্প্রচারে রাগে নিজের চুল কাটলেন মিশরীয় টিভি উপস্থাপিকা
31, October, 2017, 3:48:2:PM
লাইভ টিভিতে মাথার চুল কেটে রাগ প্রকাশ করলেন মিশরীয় টিভি উপস্থাপিকা মানাল খালিদ। বৃহস্পতিবার একটি টিভি শো উপস্থাপনা করার সময় গত সপ্তাহে ঘটা দাঙ্গায় জঙ্গিদের হামলায় ডজন খানেক পুলিশ অফিসারের মৃত্যুর ঘটনাকে স্মরণ করে নিজের চুল কাটেন খালিদ।
মিশরীয় বংশদ্ভুত হওয়ার খাতিরে দাঙ্গা ও হত্যাকান্ডের নিন্দা জানিয়ে মানাল খালিদ এই কর্মকান্ডটি করেন বলে তিনি জানান। অনুষ্ঠানের শেষ পর্বে এসে খালিদ বলেন,‘আজ আমাকে উপস্থাপিকা নয় , মিশরের মেয়ে মানাল হিসেবে অনুষ্ঠান শেষ করার অনুমতি দিন।’ এই বক্তব্য রেখে মানাল খালিদ নিজের চুল কাটা শুরু করেন।
লাইভ টিভিতে ক্ষোভ প্রকাশ করে ,গত শুক্রবারে মিশরের পশ্চিমা মরুভূমিতে জঙ্গিদের হাতে ১৬ জন পুলিশ নিহত হওয়ার ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে শীঘ্রই শাস্তি দেওয়ার আরজি জানান খালিদ ।
নিজের চুল কাটার কারণ বর্ণনা করে খালিদ জানান,মিশরীয় প্রথায় প্রিয়জন মারা গেলে তার স্মরণে মাথার চুল কেটে ফেলা হয়। সেই প্রথা অনুসরণ করেই নিহত পুলিশ অফিসারদের জন্য নিজের চুল কাটেন খালিদ। আল আরাবিয়া