সমাজের উপকার ছাড়া ব্যক্তি স্বার্থে রোবট কিংবা কৃত্তিম বুদ্ধিমত্তা তৈরি হলে তা কখনোই সমাজের জন্য মঙ্গলজনক হবেনা। কারণ অপব্যবহারে কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে উঠতে পারে সমাজের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। এমনকি বিজ্ঞানীদের নৈতিকতা না থাকলে কৃত্তিম বুদ্ধিমত্তাদের (রোবট) হাত থেকে মুক্তি পাবেনা বিজ্ঞানীরাও বলে সতর্ক করলেন স্টিফেন হকিং।
স্টিফেন হকিং লিসবনের ‘ভ্যানগার্ড’ নামক একটি ওয়েব সম্মেলেনে তাত্তি¡ক পদার্থবিদদের উদ্দেশ্যে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তাদের সামর্থ্য আছে ভাল-মন্দ সব ধরণের কাজ করার। এমনকি যে কাজ মানুষের পক্ষে এখনো করা সম্ভব হয়নি।’
তিনি আরো বলেন, ‘সবথেকে ভয়ংকর বিষয় হচ্ছে এখনো বোঝা যাচ্ছে না রোবটরা আসলে মানুষের ঠিক কতটুকু ক্ষতি করতে পারে।’ দারিদ্র্য দূরীকরণ, অসুখ-বিসুখ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এটি হয়ে উঠতে পারে সভ্যতার সবচেয়ে ভয়ংকর এবং শক্তিশালী অস্ত্র। যার দ্বারা মানুষের উপর নির্যাতনও বেড়ে যাবে বলে সমগ্র বিশ্বকে সতর্ক করে দেন হকিং। নিউইয়র্ক পোস্ট