যৌন নির্যাতন মামলায় ম্যারোনিকে সোয়া মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
21, December, 2017, 3:00:19:PM
২০১২ সালে লন্ডন অলিম্পিকে ফ্লোর জিমন্যাস্টিকসে স্বর্ণ পদক পান মিখাইলা ম্যারোনি। কিন্তু যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিকস ন্যাশনাল গভর্নিং বডির কাছে দলের চিকিৎসকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর ম্যারোনি বিষয়টি নিয়ে মামলা করলে আদালত যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিকস দলের কর্মকর্তাদের সোয়া মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
ম্যারোনির আইনজীবী জন ম্যানলি আদালতে বলেন, যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিকস নিশ্চুপ থাকায় ১৩ বছর বয়স থেকে ম্যারোনিকে যৌন নির্যাতনের শিকার হয়ে আসতে হয়েছে। দলের ইহুদি চিকিৎসক ল্যারি নাসার যিনি একাধিক যৌন নির্যাতনের দায়ে ও শিশু পর্ণগ্রাফি তৈরি করার জন্যে বর্তমানে সাজা ভোগ করছেন। দুই দশক ধরে তিনি যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক দলের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে অন্তত ১৪০ জন যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন যাদের অধিকাংশই শিশু। ল্যারির বিরুদ্ধেই যৌন নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন ম্যারোনি।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ২০১৬ সালে ম্যারোনির সঙ্গে যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিকস দলের এক চুক্তি অনুসারে কোনো ব্যক্তিগত বিষয় জনসমক্ষে প্রকাশ না করার শর্ত ছিল। গার্ডিয়ান বলছে, এ শর্ত ভাঙলে ম্যারোনিকে ১ লাখ ডলার জরিমানা করার শর্ত ছিল ওই চুক্তিতে। এ চুক্তির মেয়াদ গত অক্টোবরে শেষ হওয়ার পর যৌন নির্যাতনের বিরুদ্ধে ‘মি টু’ আন্দোলনে যোগ দেন ম্যারোনি এবং তার বিরুদ্ধে যৌন নির্যাতনের ব্যাপারে মুখ খোলেন।
আদালত বলছে, যৌন নির্যাতনের অভিযোগ করার পরও যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিকস কোনো ব্যবস্থা না নিয়ে অনৈতিক ও অবৈধ সম্পর্ককে ঘটতে দিয়েছে এবং ম্যারোনির সঙ্গে যে চুক্তি করেছিল তাও বিধি সম্মত ছিল না।