সুন্দরী তরুণীদের দেখলে হাই সেক্সি, হ্যালো সেক্সি বলে ইভটিজিং করার ঘটনা প্রায়ই ঘটে থাকে। এসবের যেন প্রতিকার নেই অবস্থা। কিন্তু এবার এক তরুণীকে রাস্তায় এমন মন্তব্য করার অপরাধে দুই তরুণকে ৬ মাসের জেল দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের একটি আদালত।
ভারতীয় দণ্ডবিধির ৩৪ নম্বর ধারা অনুযায়ী, নারীর প্রতি অপ্রীতিকর ও সম্মানহানিকর মন্তব্যের জন্য সম্প্রতি তাদের ছয় মাসের জেল ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের মার্চ মাসে মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায় এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে মুদি দোকান থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন ইন্টারমিডিয়েটের ওই ছাত্রী। পথে তাকে দেখে অবিনাশ ভাবেকর (২৪) ও রবি ভাবেকর নামে (২২) দুই তরুণ হাই সেক্সি, হ্যালো সেক্সি বলে ইভটিজিং করতে থাকে।
প্রথমবার শুনেও কর্ণপাত করেননি ওই ছাত্রী। এরপর তার নাম ধরে অশ্লীল মন্তব্য করতে শুরু করে ওই দুই তরুণ। পরে ঘটনাটি পুলিশকে জানায় ওই ছাত্রী। তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত তাদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।