প্রতিযোগিতা কথা শুনলেই একধরনের রোমাঞ্চকর অনুভূতি কাজ করে। আর সেটা যদি হয় বউ টানা প্রতিযোগিতা তাহলে তো আর কথাই নেই।
হ্যাঁ পৃথিবীতে হরেক রকমের প্রতিযোগিতা আছে। আর এরই একটি বউ টানা প্রতিযোগিতা।
প্রতিযোগিতাটির আয়োজন হয় উত্তর আমেরিকায়। যেখানে ঘাড়ে বউকে উঠিয়ে নিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে হয় স্বামীকে। সবার আগে যিনি পৌঁছাতে পারবেন তিনিই বিজয়ী হবেন। বিজয়ী দম্পতির পুরস্কারের ক্ষেত্রেও রয়েছে মজার নিয়ম।
ঐ দম্পতির মোট ওজনের পাঁচগুণ ডলার পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ দম্পতির মোট ওজন যতো বেশি হবে পুরস্কারও ততো বেশি। এবছর এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন জেক বার্নি এবং ক্রিস্টেন বার্নি দম্পতি।
তাদের মোট ওজন ১২৬ কেজি, পুরস্কার হিসেবে তাই তারা পেয়েছেন ৬৩০ ডলার, সাথে ১২ কেস বিয়ার। আগের বছর এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন বার্নি দম্পতি।