পুরুষদের এক স্ত্রী’তেই সন্তুষ্ট থাকা উচিত: সৌদি আলেম
22, January, 2018, 1:31:53:PM
পুরুষদের এক স্ত্রী’তেই সন্তুষ্ট থাকার পরামর্শ দিলেন সৌদি আরবের বিখ্যাত ধর্মপ্রচারক ও আলেম আয়েদ আল কারনি। তিনি সৌদি পুরুষদের উদ্দেশ করে বলেন, ‘এক বিয়েতেই সন্তুষ্ট থাকো। একজনের পর অন্য কোনও নারীকে আর বিয়ে করো না।’
সৌদি টেলিভিশন ‘মোবাশারা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আয়েদ আল করনি বলেন, ‘আমি পুরুষদের এক স্ত্রীর সঙ্গে সন্তুষ্ট থাকার পরামর্শ দিচ্ছি। তবে কেউ যদি একাধিক বিয়ে করতে চায় আল্লাহ তাকে সাহায্য করবেন। কিন্তু এটি তাদের উভয়ের মাঝে বোঝাপড়া ও সমতা রক্ষায় কষ্টকর হবে।’ তবে বহুবিবাহ নিয়ে এটি তার ব্যক্তিগত মন্তব্য বলে তিনি জানান। আয়েদ আল কারনি আরও বলেন, তাঁর লক্ষ্য কুরআন-হাদীসের আলোকে মানুষের জীবনকে উন্নত করা।
উল্লেখ্য, সৌদি আরবসহ আরববিশ্বে বহুবিবাহের প্রচলন রয়েছে। বেশ আগ্রহের সঙ্গেই মধ্যপ্রাচ্যের পুরুষরা একাধিক বিয়ে করে থাকেন। বিষয়টি সামাজিকভাবেও দোষণীয় নয়। শতাব্দির পর শতাব্দি এ প্রথা চালু রয়েছে। তবে ইসলাম এসে স্ত্রীদের মাঝে সমান অধিকারের ভিত্তিতে একাধিক বিয়ের অনুমোদন দেয় এবং নির্দিষ্ট সংখ্যাও বেঁধে দেয়। সূত্র: আল আরাবিয়া