ঘুম মানুষের অর্ধেক মৃত্যুর ন্যায়। একবার ঘুমানোর পর যদি আর জ্ঞান না ফিরে আসে তাহলেই তো সব শেষ। আর এ সম্ভাবনা তো অসম্ভব কিছু না। বরং ধ্রুব সত্য। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুতরাং আমাদের মৃত্যু যেন আল্লাহর নাম জপতে জপতে হয় সে জন্য প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে গেছেন বিভিন্ন দুয়া। নিচে ঘুমানোর এবং ঘুম থেকে ওঠার দুয়া উল্লেখ করা হলো,
হযরত হুযাইফ্হা ইবনুল ইয়ামান (রা.) থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিদ্রা যাওয়ার ইচ্ছা করতেন তখন বলতেন,
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া-আহইয়া
অর্থ : “হে আল্লাহ! আমি তোমার নামেই মৃত্যুবরণ করি ও জীবন লাভ করি”।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ঘুম হতে উঠতেন তখন বলতেন,
আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর
অর্থ : “সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি মৃত্যুদানের পর আমার এ দেহকে পুনরায় জীবিত করেছেন এবং তাঁর নিকটই ফিরে যেতে হবে”।