কেউ যদি বলে, আল্লাহর কসম তুমি এই কাজটি কর না, তাহলে কী তাকে কসমকৃত কাজ অবশ্যই করতে হবে না করলে কী কাফ্ফারা দিতে হবে ?
উত্তরঃ যাকে কসম দেয়া হয়েছে তার জন্য তা পালন করা আবশ্যক নয়, সুতরাং কসম দেয়া বিষয়টি যদি করে ফেলে তাহলে কাফ্ফারা দিতে হবে না। তবে এক্ষেত্রে উক্ত ব্যক্তির জন্য উত্তম হল, আল্লাহ তাআলার নামের সম্মানার্থে কসম দেয়া বিষয়টি না করা। ১/ফাতওয়ায়ে শামী, ৫/৭১৯,৭২০ ২/ ফাতওয়ায়ে তাতারখানিয়া। সংগ্রহ : সাঈদুর রহমান