নাম ফজর আলী মোল্লা। বয়স ৮৫ পেরিয়েছে। শারীরিক প্রতিবন্ধী, দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতেও পারেন না। দারিদ্রতার কারণে প্লাস্টিকের চেয়ার দিয়ে কোনরকমে হুইল চেয়ার বানিয়ে চলাফেরা করেন। ভোট দেওয়ার আগ্রহ চেপে রাখতে পারলেন না তিনি। সোমবার (১২ জুন) দুপুর ১টায় নগরীর ১৮নং ওয়ার্ডে তা’লীমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন ফজর আলী। হুইল চেয়ারে দোতলা ভবনের নিচে আসার পর তাকে দুই যুবক মিলে হাত ও পা ধরে টেনে তোলেন দোতলায়। তারপর মেঝেতে বসে তিনি ইভিএমের বাটন চেপে ভোট দেন।ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন ফজর আলী। বললেন, দারিদ্রতার কারণে কষ্টে জীবন কাটে তার। স্ত্রী নাই, ছেলে-মেয়েরাও থাকে অন্যত্র। এই পরিস্থিতির মধ্যে ভোট দিতে পারে নিজের কাছে গর্ববোধ হচ্ছে, ভালো লাগছে। তবে তিনি প্রতিবন্ধী হওয়ায় দোতলায় উঠতে ও ইভিএম মেশিন টেবিলের উপরে খানিকটা উচুতে থাকায় ভোট দিতে কিছুটা কষ্ট হয়েছে বলে জানান। প্রতিবন্ধীদের জন্য ভোটপ্রদান কিছুটা সহজ করার দাবিও জানান তিনি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওয়ালিদ হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।