‘পতাকা একাত্তর’ নামে মুন্সিগঞ্জে উদ্বোধন হয়েছে দেশের প্রথম পতাকা ভাস্কর্য। শুক্রবার বিকেলে জেলা শহরের কাচারী চত্বরে ভাস্কর্যটি উদ্বোধন করেন জেলার ৭১ জন মুক্তিযোদ্ধা। ঐতিহাসিক ছয় দফায় উজ্জীবিত হয়ে, ছয়টি হাতের ওপর বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকার আদলে নির্মিত হয়েছে ভাস্কর্যটি
১৯৭১ সালের ২ মার্চ বাংলাদেশর আকাশে প্রথম উত্তোলিত হয় স্বাধীন দেশের পতাকা। সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে মুন্সিগঞ্জ শররের কাচারী চত্বরে নির্মিত হয়েছে দেশের প্রথম পতাকা ভাস্কর্যটি।
স্বাধীন বাংলাদেশের মূল আন্দোলন শুরু হয় বঙ্গবন্ধুর ছয় দফা থেকে। আর সে কারণেই ৬টি হাতের ওপরে নির্মিত বাংলাদেশের মানচিত্র খোচিত ভাস্কর্যটি। গতকাল শুক্রবার বিকেলে উদ্বোধন করেন জেলার ৭১ জন মুক্তিযোদ্ধা। এই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালীর আয়োজনকরা হয়।
মুন্সিগঞ্জ জেলার প্রশাসক সায়লা ফারজানা বলেছেন, বর্তমান প্রজন্মের মধ্যে দেশাত্ববোধ জাগ্রত করবে পতাকা ভাস্কর্যটি।
তরুণ ভাস্কর রুপম রায় টানা তিন মাস পরিশ্রম করে তৈরি করেছেন দৃষ্টিনন্দন পতাকার ভাস্করটি। সহায়তা করেছেন ভাস্কর ইমরান হোসেন টিপলু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন টুলু।
ভাস্কর্যটি নির্মাণে সরকারি সহায়তার পাশাপাশি অংশ নিয়েছেন সমাজের নানা পেশার মানুষও