বগুড়ার মোকামতলার বিহারপুর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। নিহতদের মধ্যে এক নারী ও দুজন পুরুষ রয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ জানান, সাদ্দাম এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রীর মৃত্যু হয়। পরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
মোকাতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম হাসান জানান, নরসিংদী থেকে কুড়িগ্রামে যাচ্ছিলেন সাদ্দাম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস। এ সময় বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বিহার এলাকায় নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে একজনের নিহত একজনের নাম পাওয়া গেছে। তার নাম আব্দুল জব্বার (৫৫)।