রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক ৫১ সন্দেহভাজন মুচলেকায় ছাড়
3, December, 2017, 1:32:41:PM
কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবির থেকে সন্দেহভাজন আটক করা ৫১ ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে উখিয়া থানা পুলিশ। কুতুপালং ক্যাম্পে ২ ডিসেম্বর রাত ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে আটক করে উখিয়া থানায় নিয়ে আসেন ওসি (তদন্ত) মো. মকসুদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ।
আটকরা কুতুপালং ক্যাম্পে রাত গভীরে ঘোরাফেরা করার খবর পেয়ে উখিয়া থানাপুলিশ এ অভিযান চালায়। আটকদের মধ্যে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানার ৫৭/১ হোলিংয়ের মৃত আবু তাহের এর ছেলে আবু ইউসুফের নেতৃত্বে রোহিঙ্গাদের মানবতার সেবায় নিয়োজিত ছিল বলে তারা দাবি করেন।
আটকদের যাচাইবাছাই করে দুপুরের দিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ওসি (তদন্ত) মোঃ মকসুদুল আলম। আটকরা সবাই ঢাকা ও পার্শ্ববর্তী জেলার লোক।
প্রসঙ্গত, ১ ডিসেম্বর বিকেলে ২ রোহিঙ্গা তরুণী নিয়ে পালানোর পথে ২ মাওলানা আটক হয়। তাদের ৭ মাসের কারাদণ্ডে জেলহাজতে পাঠানো হয়েছে।