ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শুক্রবার উপজেলার গোয়ালনগর ইউনিয়নের লালুয়ারটুক গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, লালুয়ারটুক গ্রামে ইটভাটায় মাটি নেয়াকে কেন্দ্র করে তর্ক-বির্তকে ইউপি চেয়ারম্যান মোঃ আজাহারুল হক ও একই গ্রামের তাবারুল হকের লোকজন মর্ধ্যে সংর্ঘষের সূএপাত হয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র -শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। বিকাল পর্যন্ত প্রায় তিন ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন লোক আহত হয়।
আহতদের নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। গুরুত্ব আহত মোহাম্মদ হোসেন (৩৫),দিদার হোসেন(২৭),জাকির হোসেন (২৯),দ্বীন ইসলাম(২৯),আজমানুল হক(২৭),সাইফুল ইসলাম(৩৫)সহ বেশ কয়েেকজনক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।