ঘন কুয়াশায় পাবনার ঈশ্বরদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সকালে দুর্ঘটনা দুটি ঘটেছে।
হাইওয়ে পুলিশ কর্মকর্তা ইকবাল জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী নাটোর মহাসড়কের মূলাডুলি ফার্মের সামনের সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক দুটির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। আহত চালকদের তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করায় তাদের নাম পাওয়া যায়নি।
অপর দুর্ঘটনাটি ঘটেছে পাকশীর রূপপুর বয়েজে হাই স্কুলের নিকটে সকাল সাড়ে ৭টার দিকে। জগন্নাথপুর এলাকা হতে ইপিজেড অভিমুখী শ্রমিক যাত্রী বোঝাই একটি ভটভটির সাথে বিপরীত দিক হতে আসা বালু বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে ভটভটি চালকসহ ইপিজেডের প্রায় ১৫ শ্রমিক যাত্রী আহত হয়েছেন। আহতদের বেশীরভাগই নারী শ্রমিক। এদের অনেকই এমজিএল কোম্পানির কর্মী বলে জানা গেছে। আহতদের মধ্যে ৮ জনকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।