আদমদীঘির বশিকোড়া হিন্দুপাড়ায় সার্বজনীন দূর্গা মন্দিরে অবস্থিত চারটি প্রতিমার মাথা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আদমদীঘির বশিকোড়া হিন্দুপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি উৎপল চন্দ্র দাস জানান, তারা বৈশাখ মাসে হরিপূজা করার পর ওই মন্দিরে লক্ষ্মীনারায়ন, মহাদেব, ব্রক্ষ্মা, ও গুরুপক্ষী প্রতিমা গুলো রাখা ছিল।
গত সোমবার দিবাগত গভীর রাতে কে বা কারা উল্লেখিত চারটি প্রতিমার মাথা ভেঙ্গে নিয়ে যায়। পরদিন গতকাল মঙ্গলবার সকালে মন্দিরে পূজা করতে গিয়ে জনৈক মহিলা দেখতে পান প্রতিমাগুলোর মাথা ভেঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। ২০১২ সালেও এই মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছিল। ওসি তদন্ত কিরন কুমার রায় ঘটনা নিশ্চিত করে জানান তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।