হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম ব্যাচের পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন
11, January, 2018, 2:32:21:PM
মোঃ রহমত আলী, হবিগঞ্জ : হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম ব্যাচের পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার হবিগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল ্এর নব নির্মিত ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুখলেসুর রহমান উপস্থিত ছিলেন। শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মনীষ চাকমা, সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে প্রথম ব্যাচে ভর্তিকৃত ৫১ জন শিক্ষার্থীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। বিপুল সংখ্যক, শিক্ষার্থী, অভিভাবক এবং দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।