কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা গ্রেপ্তার
27, November, 2017, 2:17:57:PM
ঝিনাইদহের কোটচাঁদপুরের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে বানিয়া পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে ৫টি (নাশকতা ও অস্ত্র) মামলা বিচারাধীন রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে তাজুল ইসলামের পরিবারের দাবি তার বিরুদ্ধে করা সবগুলো মামলায় তিনি জামিনে রয়েছেন। তাজুল ইসলামের বড় ছেলে জিয়াউল ইসলাম জিয়া জানান, তার বাবার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। কিন্তু কি কারণে তাকে নিয়ে যাওয়া হলো সেটা বুঝতে পারছি না।