বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। রবিবার সকাল আটটা ১০ মিনিটে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ওসি আছাবুর রহমান জানান, রবিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মিম পরিবহনের একটি গাড়ির সাথে চুন বোঝাই একটি ট্রাকের সাথে বঙ্গবন্ধু সেতুপূর্ব-ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১২জন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।