হুমায়ুন কবির: কুমারখালী আগুনে পোড়া নিয়ামত বাড়িয়ার আব্দুল বারেক মৃধার বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার ত্রান সামগ্রী বিতরণ করলেন। এখনও বরিক মৃধার পরিবার খোলা আকাশের নিচে মঙ্গলবার কুষ্টিয়া খোকসা উপজেলা চাঁদপুর ইউনিয়নের নিয়ামত বাড়ীয়া গ্রামের আব্দুল বারিক মৃধার বাড়িতে ভয়াবহ অগ্নীকান্ডে তার শিশু কন্যা নুসরাত (৪) সহ ৬ টি ঘর পুড়ে যাওয়ার ২৪ ঘন্টার আগেই ত্রান সামগ্রী নিয়ে বাড়িতে উপস্থিত হন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুজ্জামান। হৃদয় বিদারক অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক বাড়ি নির্মানে ৪ বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা, শুকনা খাবার ও অন্যান্য উপকরণ তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল সলাম, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাশেদুজ্জামান তুষার সাংবাদিক সমাজকর্মকার দীপু মালিক ও সাংবাদিক আঃ সালাম অন্তর প্রমুখও।