বাংলাদেশ প্রেসক্লাব,সদরপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত
30, September, 2023, 7:33:58:PM
নজরুল শেখ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রেসক্লাব, ফরিদপুর জেলার সদরপুর উপজেলা শাখা অফিস উদ্ভোদন উপলক্ষে ৩০ সেপ্টেম্বর বেলা ১১ টায় সদরপুর উপজেলার কলেজ মোড়ে কাজী হাসেম কমপ্লেক্সে ভবনে কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব সদরপুর উপজেলা শাখার সভাপতি জনাব শিমুল তালুকদার, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব কাওসার রহমান, তার বক্তব্য বলেন - বাংলাদেশ প্রেসক্লাব কে সুসংগঠিত করতে সকল প্রকার সহযোগিতা করতে আগ্রহী ফরিদপুর জেলা শাখা, সদরপুরে বাংলাদেশ প্রেসক্লাবকে এগিয়ে নিতে সদরপুর উপজেলা শাখার সাংবাদিক বৃন্দ কে সহযোগিতা করেতে আহবান জানান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার সদরপুর উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মজিদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ মামুন মিয়া তিনি বলেন একজন সাংবাদিক পরিচয় দিতে হলে তার অবশ্যই সংবাদ সংগ্রহ, পরিবেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। বাংলাদেশ প্রেসক্লাব সারা বাংলাদেশে সমাদৃত, বাংলাদেশ প্রেসক্লাব আরো উন্নয়ন অগ্রগতি হবে আমি আশাবাদী।
তিনি আরও বলেন বাংলাদেশ প্রেসক্লাবের কোন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে সমস্যা হলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশ প্রেসক্লাব সদরপুর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হলেন দৈনিক মানবজমিন পত্রিকার সদরপুর উপজেলা প্রতিনিধি জনাব শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, দৈনিক খবরপত্র পত্রিকার সদরপুর উপজেলা প্রতিনিধি জনাব সোবহান সৈকত।