রব্বানী সরকার (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের ধানক্ষেতের পাশ থেকে বৃহষ্পতিবার দুপুরে দুই পা বাধা এবং গলা ও পেটকাটা অবস্থায় রবিউল ইসলাম মিলন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করেছে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নিহত রবিউল ইসলাম মিলন ডোয়াইল ইউনিয়নের হাসরা মাজালিয়া গ্রামের আফজাল শেখের ছেলে বলে জানা গেছে। তারাকান্দি তদন্তকেন্দ্রের এসআই আফতাব হোসেন জানান, চকপাড়া গ্রামে ধানক্ষেতের পাশে কালভার্টের ভেতরে এলাকাবাসী একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পা বাধা এবং গলা ও পেটকাটা অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে রবিউলের লাশ হিসেবে সনাক্ত করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই প্যাকেটে (২০০ পিস) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গেপাঠানোর প্রক্রিয়া চলছিল। নিহতের স্ত্রী চায়না বেগম জানান, বুধবার রাত থেকে রবিউল নিখোঁজ হন এবং তার ব্যবহৃত মোবাইল বন্ধ ছিল। পরদিন তার লাশ পাওয়া যায়।