ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তরে কর্মরত উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারন)মোঃ দাউদুর রহমান (দাউদ) এর ভুল চিকিৎসায় পার্শ্ববর্তী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মোঃআলেপ শেখর ২টি গরু মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় ভুক্তভোগী আলেপ শেখ ১৯সেপ্টেম্বর মঙ্গলবার সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। ভুক্তভোগী আলেপ শেখ বলেন গত ১৬ সেপ্টেম্বর আমার ১টি গাভী ও ১টি বাছুর অসুস্থ হয়ে পড়লে লোক মারুফাত যোগাযোগের মাধ্যমে পশু ডাক্তার পরিচয়কারী দাউদুর রহমান (দাউদ)কে পাঠায়। সে এসে আমার গাভীকে ৪টি ইঞ্জেকশন ও ১৫ দিনের বাছুর কে ২টি ইঞ্জেকশন দিয়ে, কিছু ঔষুধ পত্র কিনে খাওয়ানোর পরামর্শ দেন। পরবর্তীতে তার লেখা ঔষুধ খাওয়ানোর পরে আমার গাভী ও বাছুর দুর্বল হয়ে হলে তাকে বারবার ফোন করা হলে তিনি ফোন টি রিসিভ করেননি। পরবর্তীতে গাভী ও বাছুরের মৃত্যু হয়। গাভী ও বাছুরের বর্তমান বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা। এ বিষয় দাউদুর রহমান বলেন আমাকে তাদের গরু চিকিৎসার জন্য ফোন দিয়ে নিয়েছে, আমি গরু ও বাছুর কে চিকিৎসা দিয়েছি কি ভাবে গরু ও বাছুর মারা গেল আমি জানিনা। এ বিষয় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়।