নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনা সদর উপজেলার কে. গাতী ইউনিয়নের হরিদাসপুর (বাহিরকান্দা) গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সাথে অভিমান করে আনোয়ার হোসেন(৩২) বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত আবদুল মন্নাফের ছেলে। মঙ্গলবার গায়সাত্রা বিলের পাড়ে তার লাশ পাওয়া যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার হরিদাসপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আসমা আক্তার ফাজিল পাস। অন্যদিকে আনোয়ার হোসেন অশিক্ষিত। আসমা স্থানীয় সিধলী ব্র্যাক স্কুলে চাকুরীর জন্য আবেদন করেন। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে মত বিরোধের সৃষ্টি হয়। প্রায়শই তাদের মধ্যে ঝগড়া হত। গত মঙ্গলবার রাতের খাবারের পর আনোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকালে এলাকাবাসী স্থানীয় রগায়সাত্রা বিলের পাড়ে তার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় মৃতের পাশে বিষের বোতল পাওয়া যায়। ওইদিন বিকেলে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর তৈমুর ইলী বলেন, মৃতের স্ত্রী শিক্ষিত হওয়ায় সে চাকুরী করতে চেয়েছিল। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে সে। আত্মহত্যার সব ধরনের আলামত পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।