Online desk (DTV BANGLA NEWS): রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনের নিচে কাজ করার সময় উপর থেকে মালামাল ওঠানোর যন্ত্র (রুপশ) পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে ডেমরা নয়া পাড়া এলাকার নূর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, ঘটনার সময় ওই শ্রমিকরা ভবনের নিচে কাজ করছিলেন। সে সময় নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র (রুপশ) নিচে তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। হতাহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।