ডিটিভি ডেস্ক: দেশ জুড়ে চলছে করোনা দুর্যোগ। এই দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ২৭নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ্ব মোঃ জাবেদ আলী (জবে)। তিনি আরো একটি মহতি কাজ নিরবে করে যাচ্ছেন যা মানবতার বিরাট উদাহরণ। তিনি নিজের উপার্জনের টাকা মধ্য বিত্ত আয়ের মানুষদের গোপনে কোন ছবি না তুলে সহোযোগিতা করে চলেছেন। যারা লোকলজ্জায় না খেয়ে থাকলেও তা প্রকাশ করে না। আর এই সমাজে তাদের সংখ্যাও কম নয়। তিনি করোনা প্রতিরোধের সাধারণঔষধ প্রতি নিয়ত এলাকার মানুষের মাঝে বিতরণ করে চলেছেন । মোঃ জাবেদ আলী ঘরে বসে না থেকে নিজের জীবনের মায়া ত্যাগ করে, সর্বদা এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখছেন।