টানা বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের স্টাফ অফিসার রমিজ আলম ইত্তেফাককে জানান, পাহাড় ধসের সম্ভাবনা থাকায় ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনকে সরে যাওয়ার জন্য দ্বিতীয় দিনের মত মাইকিং অব্যাহত রয়েছে। এ ব্যাপারে নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।