ময়মনসিংহের ত্রিশালে আ. মতিন মাস্টার (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন।
এলাকাবাসী ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আ. মতিন মাস্টার বাড়ির পাশে মৎস্য খামার পাহারা দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে বুধবার সকালে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
আ. মতিন মাস্টারের ছেলে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘আমি বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।’
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।