রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, কারাগারে জঙ্গিরা যেন কোনো ধরনের তৎপরতা চালাতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
আজ মঙ্গলবার সকালে কাশিমপুর কারাগারে কারা সপ্তাহ-২০১৮ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আজ কারা সপ্তাহ উপলক্ষে সকালে কাশিমপুর কারাগারে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখান থেকে বিকালে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এদিকে সোমবার দুদিনের সফরে গাজীপুরে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এদিন গাজীপুর জেলা শহরে শহীদ বরকত স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধে বীর ও শহীদদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।