পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে বাসটার্মিনালে টিসিবি ডিলার কর্তৃক ন্যায্য মূল্যে বিভিন্ন মালামাল বিক্রি শুরু করেছে। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পার্বতীপুর বাসটার্মিনালে সাধারন জনগণের নিকট থেকে ৬২০ টাকা নিয়ে ৫ কেজি সয়াবিন তেল, চিনি দুই কেজি, পিয়াজ দুই কেজি ও মসুর ডাল এক কেজি বিক্রি করে। এ সময় জনগনের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। টিসিবির ডিলার মোজাফফর হোসেন সাদ্দাম নিজে তদারকি করেন এবং বলেন, আগামী রমজান মাস পর্যন্ত বিভিন্ন মালামাল দেয়া হবে।