তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ে মহান ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন -২০১৮
22, February, 2018, 4:19:38:AM
ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেন্সাস ইউনিয়নে তারাবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮.০০ ঘটিকা সময় চরসেন্সাস ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের উদ্যোগে চরসেন্সাস ইউনিয়ন আওয়ামীলীগের অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালী ও শহীদদের স্বরণে শহীদ মিনারে ফুলের তোরণ নিয়ে আসেন, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য চরসেন্সাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বালা, চরসেন্সাস ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জিতু মিয়া বেপারী, চরসেন্সাস ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আঃ ওয়াদুদ বালা, সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী, মফিজুল হক মাদবর ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এরপর শহীদদের স্বরণে শহীদ মিনার ফুলের তোরণ নিয়ে আসেন শরীয়তপুর জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ইকবাল খান, সখিপুর থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাহিদ বালা, আহ্বায়ক কমিটির সদস্য মনির মেম্বার, চরসেন্সাস ইউনিয়ন যুবলীগের সভাপতি রতন খালাসী ও সাধারণ সম্পাদক শামীম বালা, মোশারফ মাদবর, চরসেন্সাস ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ বালা ও নাসির শিব, সরাফউদ্দিন, শহিদুল ইসলাম, মাইনুদ্দিন খান, হুমায়ুন মল্লিক, হামিদ দেওয়ান, মিলন ছৈয়াল, কাশেম খান ও অন্যান্য নেতৃবৃন্দ। ছাত্রলীগের মধ্যে তোরণ নিয়ে আসেন সখিপুর থানা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ইমরান বেপারী, সখিপুর থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক , চরসেন্সাস ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পী বালা, প্রচার সম্পাদক পাপ্পু, সখিপুর থানার ধর্ম বিষয়ক সম্পাদক গালীব বালা, রুবেল ছৈয়াল। তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ বর্ণাঢ্য র্যালী নিয়ে শহীদদের স্বরণে ফুরের তোরণ দেন। মহান একুশে ফেব্রুয়ারি ‘আমি কি ভূলিতে পারি’ আমার ভাইয়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ স্লোগানে মুখরিত হয়ে উঠে তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ। অবশেষে সবাই শহীদদের স্বরণে তোরণ দিয়ে ১ মিনিট নিরবতা পালন করে শহীদ মিনার ত্যাগ করেন।