কুমিল্লার নাঙ্গলকোটে মায়ের সামনে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক দেলোয়ার হোসেন (৩২) কিনারা গ্রামের বশির আহমেদের ছেলে। অভিযুক্ত রঞ্জন আলী (৩৫) বশির আহমেদের তৃতীয় ছেলে।
Online desk (DTV BANGLA NEWS): এ বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ। সাবেক স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জামাল উদ্দিন বলেন, তাদের পারিবারিক বিষয়ে ঝগড়া লাগে। এ সময় ছোট ভাই দেলোয়ারের গলায় আঘাত করে বড় ভাই রঞ্জন আলী। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পালিয়ে যায় রঞ্জন আলী। রঞ্জনের মা মালেকা ভানু বলেন, রঞ্জন আলীর সাথে আমার ঝগড়া হয়েছিল। ঝগড়ার সময় রঞ্জন খালি আমার সামনে ছুরি নাচাচ্ছিল। অনেক গালিগালাজ করছিল। অন্য ছেলে দেলোয়ার এসে তাকে বাধা দেয়। তখন সে হাতের ছুরিটা তার গলায় ঢুকিয়ে দেয়। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি রঞ্জন আলী তার মাকে গালি দিচ্ছিল। এ সময় দেলোয়ার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে রঞ্জন ছুরি দিয়ে দেলোয়ারের গলায় আঘাত করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।