পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গনকপাড়া বাজার সংলগ্ন বড় লোহার ব্রিজটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় গত বুধবার বিকেলে ভেঙে পড়েছে। ব্রিজটির একপ্রান্তে গনকপাড়া বাজার, ইউ আর কে মাধ্যমিক বিদ্যালয় এবং অপরপ্রান্তে গনকপাড়া ইউনিয়ন পরিষদ, বেলে ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
ছোটখাটো যানবাহন চলাচল ও পথচারী পারাপারে ব্রিজটি গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ ব্রিজ দিয়ে হাজারো মানুষ যাতায়াত করে। এ অবস্থায় ছাত্র-ছাত্রীসহ হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
জানা গেছে, ওইদিন বিকেলে বালুভর্তি বাল্কহেডটি চিলতলা এলাকায় একটি রাস্তায় বালু দিতে যাওয়ার সময় ওই ব্রিজটির ওপর সজোরে ধাক্কা দিলে ব্রিজের মাঝখানের একাংশ ভেঙে খালে পড়ে যায়। উল্লেখ্য, তিন বছর পূর্বে অপর একটি বাল্কহেডের ধাক্কায় একই এলাকায় দৈহারী ব্রিজটিও নদীতে ভেঙে পড়েছিল। আজও দৈহারী ব্রিজটি নির্মিত না হওয়া এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে।