পাবনা সদর উপজেলার মজিদপুরে বাস, গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নছিমনচালক রোকন আলী। তার বাড়ি সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাই গ্রামে। অপরজনের নাম সম্রাট। তবে তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় রাজশাহী থেকে একটি বাস পাবনায় যাচ্ছিল। বাসের সামনে একইদিকে যাচ্ছিল গরুবোঝাই শ্যালোইঞ্জিনচালিত নছিমন। পথিমধ্যে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মজিদপুরে বাসটি ওভারটেক করতে গিয়ে নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনটি রাস্তার পাশে উল্টে গিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নছিমনচালক রোকন মারা যান।
আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সম্রাট নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। আহত অপর ১০ জনকে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোটরসাইকেলচালক পলাশের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।