সাতক্ষীরার কালিগঞ্জে আপন বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার নলতা গ্রামে গতকাল সোমবার রাতে এ ঘটনাটি ঘটে।
বড় ভাই ফজর আলী গাজীর (৭২) স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হলে তার মৃতদেহ দেখে ছোট ভাই সাবেক ইউপি সদস্য কোরবান আলী গাজীরও (৭০) মৃত্যু হয়। তারা নলতা গ্রামের মৃত আলহাজ্ব সাধু গাজীর ছেলে। এদিকে, এক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বড় ভাই ফজর আলী গাজী হঠাৎ স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হলে তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এরপর রাত ১০টার দিকে বড়ভাই ফজর আলী গাজীর লাশ দেখে ছোট ভাই কোরবান আলী গাজীও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যরা স্থানীয় গ্রাম্য ডাক্তার আজগার আলীকে ডাকতে গেলে তিনি আসার আগেই ছোট ভাই কোরবান আলী গাজীর মৃত্যু হয়।
মৃত্যুকালে বড়ভাই আলহাজ্জ ফজর আলী গাজী স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা এবং ছোট ভাই কোরবান আলী গাজী স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ দুই ভাই অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার জোহরের নামাজ শেষে দুই সহোদরকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান তাদের দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।