গুণীজন সৈয়দ মাহাবুবার রহমান স্মরণে দোয়া ও আলোচনা সভা
30, June, 2024, 6:36:50:PM
ডিটিভি অনলাইন ডেস্ক:
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৯ জুন শনিবার বিকাল ৫:০০ টায় এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই দোয়া মাহফিল অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও নোভো কার্গো সার্ভিসেস লিঃ ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান এবং সঞ্চালনে ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস. এম মহিউদ্দিন বাদশা ।
অনুষ্ঠানে মরহুমের উপর আলোকপাত করেন জনাব লোকমান হোসেন মিয়া নির্বাহী চেয়্যারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক বাবু অজয় দাস গুপ্ত, বাংলাদেশ সুপ্রিমকোর্টের জেষ্ঠ্য আইনজীবি জেড. আই. খান, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য জনাব মনিরুল ইসলাম মনি, বিশিষ্ঠ ইতিহাসবিদ জনাব সিরাজুল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান এন. ডি. সি মেম্বর ডাইরেক্টিং স্ট্যাফ, মিস্টার এম. কে. রহমান সাবেক এডিশনাল এটোর্নি জেনারেল বাংলাদেশ, সৈয়দ শাজাহান সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারী হাতেম আলি কলেজ, বিশিষ্ট্য ব্যবসায়ি সৈয়দ আকছানুল আলম পাপ্পু, ও সৈয়দ ফয়েজ আহমেদ সিনিয়র এ. এসপি. জাতিসংঘ ডেস্ক পুলিশ হেডকোয়ার্টার। পরিশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।